ঘরে ফিরলেন ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষ। বুধবার সকালে বাগডোগরা বিমানবন্দরে তিনি পা রাখতেই জনজোয়ারে ভেসে গেল চারপাশ। শিলিগুড়ি পুর-নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট মানুষ সংবর্ধনা জানালেন তাঁকে। রিচাও সকলের আপ্যায়নে আপ্লুত হয়ে উঠলেন। তবে, অনুর্ধ-১৯ বিশ্বকাপ জিতেও তাঁর আক্ষেপ রয়েছে সিনিয়র বিশ্বকাপ না জেতার জন্য।
আবার, পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাটে ভর করেই জয় পেয়েছিল ভারত। সে কথা মনে করাতেই স্পষ্টতই আনন্দ চেপে রাখতে পারলেন না রিচা। আবার উইমেন্স প্রিমিয়ার লিগে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় বেশ খানিকটা হতাশও রিচা।
বিমানবন্দরে তাঁর বাবা মানবেন্দ্র ঘোষ সহ পরিবারের বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।