নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারল একটি যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনায় মোট ২৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন শিশুও রয়েছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। তাঁদের জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি বহরমপুর থেকে কলকাতা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি গতিবেগে চলছিল। বিরহী বাজারের কাছে বাসের সামনে একটি গাড়ি চলে আসে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি লরিতে ধাক্কা মারে বাসটি।
শিশু সহ মোট ২৬ জনকে প্রথমে বিরোহী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ১১ জনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁদের MJM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।