লরি-ট্রেলার সংঘর্ষে মৃত কমপক্ষে ৩। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। জানা গিয়েছে, ট্রেলারে দোমোহনীর দিকে কাজে যাচ্ছিলেন প্রায় ২০ জন শ্রমিক। উল্লাডাবরি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটি ধাক্কা মারে লরিকে। সংঘর্ষের তীব্রতায় ট্রেলার থেকে ছিটকে পড়েন শ্রমিকরা। স্থানীয়রা এসে উদ্ধারকাজে হাত লাগালেও ঘটনাস্থলেই মারা যান ৩ জন। বাকিদের ভর্তি করানো হয় হাসপাতালে।
ওই শ্রমিকরা রেলের ঠিকাশ্রমিক হিসেবে কাজ করেন। মঙ্গলবার সেই কাজের জন্যই তাঁরা দোমোহনী যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা একটি ১০ চাকার লরির সঙ্গে সংঘর্ষ হয় ট্রেলারটির। প্রথমে আহতদের ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গুরুতর আহত শ্রমিকদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।
আরও পড়ুন- India Wins : ডাকওয়ার্থ লুইসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়, বিশ্বকাপের সেমিফাইনালে ভারত