মাত্র ১০ হাজার টাকায় চারচাকা গাড়ি(Santipur Viral Car)। বিভিন্ন বাতিল জিনিসপত্র দিয়ে সেই গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নদিয়ার শান্তিপুরের সঞ্জয় প্রামাণিক(Santipur News)। পেশায় মণ্ডপশিল্পী এই মানুষটির কথায়, মূলত বিশেষভাবে সক্ষমদের কথা ভেবেই তাঁর এই অভিনব সৃষ্টি। তবে সাধারণ মানুষরা যে একেবারেই এতে চড়তে পারবেন না, তাও নয়।
জানা গিয়েছে, মোটর ও ব্যাটারি বাদে গাড়ি তৈরিতে খরচ পড়েছে মাত্র ১০ হাজার টাকা। একবার চার্জ দিলে ঘন্টায় ২২-২৩ কিলোমিটার পর্যন্ত চলবার ক্ষমতা আছে এই আজব গাড়ির(Santipur Viral Car)। শুধু তাই নয়, আসল গাড়ির মতোই রয়েছে হেডলাইট, ইন্ডিকেটর, হর্ন, ব্যাক গিয়ার মিউজিক, গান শোনার ব্যবস্থা। রয়েছে জলের বোতল এবং লাগেজ রাখার জায়গাও। পেশায় মণ্ডপ শিল্পী সঞ্জয়ের এই আজব কীর্তিতে অবাক শান্তিপুরবাসীও(Santipur Viral News)।
আরও পড়ুন- Biman Banerjee: আগামী অধিবেশনের আগে বিধায়কদের জন্য কোর্সের প্রস্তাব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের
শহরের বৈষ্ণবপাড়ার(Santipur News) এই বাসিন্দা ছোট থেকেই শিল্পকলা সঙ্গে যুক্ত। বর্তমানে বিভিন্ন গাছের শেকড় থেকে ভাস্কর্য তৈরি করেন সঞ্জয় প্রামাণিক(Viral Scrap Car)। তাঁর ঘর জুড়ে শুধুই শিকড়ের অংশ দিয়ে বানানো বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী।