সোমবারই তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে ইস্তফাপত্র পাঠালেন সায়ন্তিকা। ইস্তফাপত্রে দলের সব রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বার্তা দেন তিনি। এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠিতে সায়ন্তিকা লেখেন, "গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক-প্রতিবাদী ও উন্নয়ন মূলক কর্মসূচির সঙ্গে সামগ্রিক ভাবে জড়িত ছিলাম। পার্টি লাইন মেনে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এই পর্যায়ে দলের সব রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি।"
রবিবার ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তালিকায় অনেক নতুন নাম থাকলেও নেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম। বাঁকুড়া থেকে বিধানসভা নির্বাচনে হারেন সায়ন্তিকা। কিন্তু বাঁকুড়ার মানুষের হয়ে কাজ চালিয়ে যান। জনগর্জন সভার প্রচারেও দেখা যায় তাঁকে। লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় তাঁর নাম থাকবে, এমনই প্রত্যাশা করেছিলেন। বাঁকুড়া থেকে প্রার্থী করা হয় অরূপ চক্রবর্তীকে।