আগামী মাসেই বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) এবং বিজেপির(BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। বিজেপি সূত্রে খবর, এই দুই নেতা আগামী মাসে কলকাতা(Kolkata) এবং শিলিগুড়িতে(Siliguri) সভা করবেন। এর পাশাপাশি কর্মীসভা করার কথা রয়েছে এই দুই হেভিওয়েট নেতার।
গত সপ্তাহে বিজেপি বাংলায়(BJP West Bengal) তাদের রাজ্য কমিটি পুনর্গঠন করেছে। নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠক ছিল সোমবার। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumder), সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikary) সহ অনেকেই। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ(BL Santosh)।
আরও পড়ুন- Bidhannagar: আগামী ২২ জানুয়ারি বিধাননগরে পুরনির্বাচন, দলের নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে তৈরি কৃষ্ণা
রাজ্য বিজেপির(BJP West Bengal) তরফে খবর, আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে একাধিক পুরসভার ভোট রয়েছে। তার আগে কর্মীদের মনোবল চাঙ্গা করতেই এই দুই হেভিওয়েট বিজেপি(BJP) নেতা বাংলায় আসতে পারেন। জানুয়ারি মাসে ৪ পুরনিগমের(Corporation) ভোট রয়েছে। আজ, মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল মনোনয়নপত্র জমার কাজ।