একই দুর্নীতি মামলায় তাঁদের দুজনকেই গ্রেফতার করেছে ইডি। তবু কুন্তল ঘোষ এবং তাঁর বেলায় তৃণমূলের আচরণ কেন দুরকম, রীতিমতো অবাক হয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারের ৫০ দিন পর বহিষ্কার করা হয়েছে দল থেকে। কিন্তু তাঁর বেলা মাত্র ৪ দিনের মাথাতেই সেই সিদ্ধান্ত নিল দল! মানতে কষ্ট হচ্ছে কুন্তল ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা শান্তনুর।
একই মামলায় গ্রেফতার হলেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে, বহিষ্কার করা হয়নি। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকেও বহিষ্কার করা হয়নি। কয়লা এবং গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও প্রকাশ্যে সমর্থন করেছে দল।
শুধু তাঁর বেলা দল বহিষ্কারের সিদ্ধান্ত এত দ্রুত কেন নিল ভেবে পাচ্ছেন না শান্তনু।
Ena Saha-Kuntal Ghosh: কুন্তলের সঙ্গে একাধিক কাজ এনা সাহার, তলবের ভয় পাচ্ছেন অভিনেত্রী?
প্রসঙ্গত, , কুন্তল ‘ঘনিষ্ঠ’ শান্তনুকে ইডি ১১ মার্চ প্রথমে প্রায় ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে।