এবার নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীল নামের এক ব্যক্তিকে আটক করল ইডি। তাঁকে চুঁচুড়া থেকে আটক করা হয়৷ এরপর শনিবার রাতে তাঁকে নিয়ে আসা হয় সল্টলেক। অয়নের সল্টলেকের 388 FD Block -এর বাড়িতে ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি, সঙ্গে অয়নকে ম্যারাথন জেরাও করা হয়। ইতিমধ্যেই প্রচুর নথির সন্ধান পেয়েছে ইডি। মিলেছে বেশ কিছু ডিজিটাল ডকুমেন্টসও। অয়নের টলিউড যোগের প্রসঙ্গও সামনে আসছে।
Jitendra Tiwari: জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ, বিক্ষোভ বিজেপির
অয়ন প্রমোটারি করতেন বলে খবর। এছাড়াও তাঁর সল্টলেকের বাড়িতে রয়েছে ছোটখাটো একটি অফিস। একটি প্রোডাকশন হাউজও রয়েছে তাঁর। শনিবার অয়নকে সামনে বসিয়েই চলে তল্লাশি।