তিন দিনের হেফাজত শেষে সোমবার সিজিও কমপ্লেক্স থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আদালতের পথে রওনা দেয় ইডি। সূত্রের খবর, শান্তনুকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের বুটিকের প্রসঙ্গ উঠে এসেছে। কেন্দ্রীয় সংস্থা ইতিমধ্যেই এই বিষয়ে শুরু করেছে তদন্ত৷ জানা যাচ্ছে, প্রিয়াঙ্কার বুটিক একটি শিখন্ডী সম্পত্তি। ওই বুটিক ঘুরেই নাকি শান্তনুর কালো টাকা সাদা হত৷ ইতিমধ্যেই শান্তনুর স্ত্রীর নামে বিপুল সম্পত্তির হৃদিশ পেয়েছে ইডি। তাঁকে তলব করা হবে কী না যদিও সেই প্রসঙ্গে এখনও কিছুই জানা যায়নি।
Anubrata Mondal: এনামূলকে চেনেন না, মেয়ে সুকন্যাকে তলব করতেই ভোলবদল অনুব্রত মণ্ডলের
এদিকে, সোমবার ইডি দফতর থেকে বেরোনোর সময় কুন্তলের দিকে সরাসরি অভিযোগের আঙুল তোলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নিজের টাকা ভিনরাজ্যে সরিয়ে দিচ্ছেন কুন্তল। এজেন্টদের থেকে কয়েকশো কোটি টাকা তুলেছেন কুন্তল। এমনই অভিযোগ করেছেন শান্তনু।