ববিতা সরকারের পর এবার প্রিয়াঙ্কা সাউ। আদালতের নির্দেশে চাকরি পেতে চলেছেন আরেক চাকরিপ্রার্থী। শুক্রবার বিকেলেই প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। মিনিট ৪৫ বৈঠকের পর এসএসসি ভবনের বাইরে এসে প্রিয়াঙ্কা জানান, তাঁর সমস্ত অভিযোগ শুনেছেন চেয়ারম্যান। বুধবার বৈঠক সংক্রান্ত রিপোর্ট জমা পড়ার পর বৃহস্পতিবার এই মামলার শুনানির কথা। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দারস্থ হন প্রিয়াঙ্কা সাউ। নথি খতিয়ে দেখে ওই 'বঞ্চিত' এসএলএসটি প্রার্থীকে দ্রুত চাকরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
প্রিয়াঙ্কার অভিযোগ, ২০১৬ সালে তিনি এসএলএসটি একাদশ-দ্বাদশের জন্য পরীক্ষা দেন। সেখানে দুটি ক্যাটাগরি, মেল-ফিমেল এবং ফিমেলেই তাঁর নাম থাকার কথা। কিন্তু তাঁর অভিযোগ, নাম ছিল শুধু ফিমেল ক্যাটাগরিতেই। অভিযোগ, মেল-ফিমেল ক্যাটাগরিতে নাম থাকা অনেকেরই নম্বর প্রিয়াঙ্কার থেকে কম। কিন্তু ওই লিস্ট থেকে মেল-ফিমেল ক্যাটাগরিতে কাউন্সেলিংয়ের পর চাকরি দেওয়া হয়। তাঁর চেয়ে ৪ নম্বর কম পেয়েও একজন চাকরি পেয়েছে বলেও জানান প্রিয়াঙ্কা ।
আরও পড়ুন- Primary TET Date: ৮ বছর পর ডিসেম্বরে প্রাথমিকে টেট, দিন ঠিক করবেন শিক্ষামন্ত্রী
এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রিয়াঙ্কার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। শুক্রবার শুনানি শেষে সমস্ত বিষয়টি কমিশন চেয়ারম্যানের গোচরে আনার নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই তড়িঘড়ি শুক্রবার বিকেলেই প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকে বসেন কমিশনের চেয়ারম্যান।