Soham Chakraborty : অভিষেককে গালিগালাজ, রেস্তরাঁ মালিককে 'মারধর' সোহমের, ব্যাপক উত্তেজনা নিউটাউনে

Updated : Jun 08, 2024 08:24
|
Editorji News Desk

নিউটাউনের এক রেস্তরাঁ মালিককে মারধরের অভিযোগ অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে । শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় ওই এলাকায় । জানা গিয়েছে, রেস্তরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয় । সোহমের অভিযোগ, রেস্তরাঁর মালিক তাঁকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেন । তারপরই সোহম ওই মালিকের গালে চড় কষিয়ে দেন বলে অভিযোগ । তাঁর বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন সোহম নিজেও ।

পুলিশ সূত্রে খবর, ওই রেস্তোরাঁয় শুটিংয়ে এসেছিলেন সোহম । সামনেই তাঁর গাড়ি রাখা ছিল । অভিযোগ, মালিক এসে গাড়ি সরাতে বলেন । কিন্তু, তাতে সোহমের নিরাপত্তারক্ষীরা রাজি না হওয়ায়, হোটেল কর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় । ঝামেলার খবর পেয়ে সোহম নীচে নেমে আসে । সোহমের অভিযোগ, 'নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাজে ব্যবহার করছিলেন হোটেল কর্মীরা । মালিককে তা বলতেই ঔদ্ধত্য দেখাতে শুরু করেন । শুধু তাই নয়, তাঁকে এমনকী অভিষেককে পর্যন্ত গালিগালাজ করেছেন ।'

মারধরের অভিযোগ নিয়ে সোহম হলেন, 'মাথা গরম হয়ে গিয়েছিল । দু’ চারটে চড় মেরেছি, ধাক্কা দিয়েছি। এর থেকে বেশি কিছু নয় । লোকাল থানায় জানিয়েছি ।' নিউটাউনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ । রেস্তরাঁর এক কর্মীকে থানায় নিয়ে যান তাঁরা ।

রেস্তরাঁর মালিকের অভিযোগ, রুফ টপে শুটিং করছিলেন সোহম । তাঁর গাড়ি রেস্তরাঁর সামনেই ছিল । সেইসময় কয়েকজন অতিথি আসার কথা ছিল রেস্টুরেন্টে । তাই তিনি একটি গাড়ি সরাতে অনুরোধ করেন । এমনকী, অন্য একটি পার্কিং-এর ব্যবস্থাও করে দেন । কিন্তু অভিযোগ, বারবার অনুনয়-বিনয় করার পরও তাঁরা কেউ শোনেননি । এমনকী তাঁদের কর্মীদের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ । এরপর সোহম এসে সোজা তাঁকে চোখের নীচে ঘুষি মারেন । চড়, থাপ্পড়ও দেন বলে অভিযোগ । এমনকী রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ । 

Soham Chakraborty

Recommended For You

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি