আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তিনি নরেন্দ্রনাথ দত্ত, নামের মিল থাকায় নরেন্দ্র মোদীকে (Narendra Modi) স্বামীজির সঙ্গে বহুবার তুলনা করেছেন গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরা। এবার বাংলার বিজেপি নেতা তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ প্রকাশ্যে মোদীর সঙ্গে তুলনা করলেন স্বামী বিবেকানন্দের। তাঁর কথায়, স্বয়ং বিবেকানন্দই মোদীরূপে ধরাধামে অবতীর্ন হয়েছেন।
সৌমিত্র খাঁর কথায় , ‘স্বামীজির নবরূপে নরেন্দ্র মোদীজি জন্মগ্রহণ করেছেন। স্বামীজি ভগবানতূল্য মানুষ। নরেন্দ্র মোদীও যেভাবে মাতৃবিয়োগের পর দেশসেবা করছেন, নিজের জীবনটা দেশসেবায় দিচ্ছেন তাতে আমার মনে হয় আধুনিক ভারতে নবরূপে স্বামীজিই নরেন্দ্র মোদী।