বাড়িতে দুই বোনকে কুপিয়ে খুন করার অভিযোগ। শুক্রবার সকালে নৃশংস এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ঢোলাহাটের গুরুদাসপুর গ্রামে।
জানা গিয়েছে, মৃতা ৫৫ বছর বয়সী বিশা প্রামাণিক এবং তাঁর ৪৫ বছর বয়সী বোন বাসন্তী প্রামাণিক একই বাড়িতে থাকতেন। শুক্রবার এক প্রতিবেশী দেখেন বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দুই বোন। খবর দেওয়া হয় থানায়।
আরও পড়ুন - রবিবার হাওয়া বদল! তার আগে কেমন থাকবে বাংলার আবহাওয়া?
ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার পুলিশ। ইতিমধ্যেই জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে খুন করা হয়েছে দুই বোনকে। তবে ঠিক কী কারণে খুন, তা জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।