অবশেষে কাটতে চলেছে জট? উচ্চ প্রাথমিকে নিয়োগের পথে আরও এক ধাপ এগোল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক উচ্চ প্রাথমিকের অভিযোগকারী ১১০০ চাকরিপ্রার্থীকে ডকুমেন্ট আপলোড করার সুযোগ দেওয়া হল। আজ থেকে ১৩ অগস্ট পর্যন্ত ডকুমেন্ট আপলোড করতে পারবেন ১১০০ জন চাকরিপ্রার্থী। নামসহ তাদের তালিকা প্রকাশ করেছে এসএসসি-র- ওয়েবসাইট। ডকুমেন্ট আপলোড হবার পর ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হলে তারপর এদের মধ্যে থেকে ইন্টারভিউতে ডাকতে পারে কমিশন।
শুক্রবার বিকেলে নোটিসে বলা হয়েছে, মোট ১,১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের দরকারি নথিপত্র ‘আপলোড’ করতে হবে। ডকুমেন্ট জমা দেওয়ার সময় শুরু হচ্ছে ৫ অগস্ট, অর্থাৎ শুক্রবারই। জমা দেওয়ার শেষ তারিখ ১৩ অগস্ট। নোটিসে এ-ও বলা হয়েছে, শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক বাদে উচ্চ প্রাথমিকে মোট ১,১০০ শিক্ষক করা হবে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে।