সংসদে আচমকা 'স্মোক অ্যাটাকে'র ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে৷ এই ঘটনার অভিঘাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে রাজ্য বিধানসভাতেও। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে বিধানসভায়।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভা অধিবেশন চলাকালীন কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। প্রশিক্ষণ দেওয়ার পর অতিরিক্ত নিরাপত্তাকর্মী বিধানসভায় নিয়োগ করা হয়। এর বাইরে অন্যান্য সময় কোনও বিশেষ অনুষ্ঠান হলে বিধানসভায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অধ্যক্ষ জানান, স্ট্যান্ডিং কমিটির বৈঠকের সময় সময় বিধানসভার নিরাপত্তারক্ষীরাই থাকেন। যে সমস্ত শূন্যপদ রয়েছে সেখানে দ্রুত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে।
বুধবার অধিবেশন চলাকালীন চারজন ঢুকে পড়েন লোকসভায়। তাঁরা হলুদ ধোঁয়া ছড়িয়ে দেয়। সঙ্গে 'জয় ভীম' স্লোগান দেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ ওম বিড়লা।