বিজেপি পার্টি অফিসে প্রায় ঘণ্টাখানেক তালাবন্দি থাকলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । মন্ত্রীকে আটকে রাখলেন তাঁর দলের কর্মীরাই । সেইসঙ্গে চলল সুভাষ সরকারের বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থকদের স্লোগান । অবশেষে পুলিশ গিয়ে সুভাষ সরকারকে উদ্ধার করে ।
জানা গিয়েছে, মঙ্গলবার বিজেপি পার্টি অফিসে যান সুভাষ সরকার । সেইসময় দলের সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী । এর পর সুভাষকে পার্টি অফিসেরই একটি ঘরে ঢুকিয়ে তালা মেরে দেন সমর্থকেরা । আর দরজার বাইরে সুভাষের নাম নিয়ে চলতে থাকে হায়-হায় স্লোগান । সুভাষের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।
কেন দলেরই নেতার বিরুদ্ধে ক্ষোভ ?
বিক্ষোভকারীদের অভিযোগ, দলের যোগ্যদের সম্মান দেওয়া হচ্ছে না । সুভাষ তাঁর পেটোয়াদের দিয়ে দল চালাচ্ছে । ঘনিষ্ঠদের বেশি গুরুত্ব দিচ্ছেন, নানারকম সুবিধা দেওয়া হচ্ছে তাঁদের ।এই বিষয়ে বিজেপি জেলা সভাপতির দাবি, যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কেউ বিজেপির সদস্য নন। দল থেকে বহিুষ্কার করা হয়েছিল তাঁদের ।