আদালতের অনুমতিতে অবশেষে সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের অনুমতিতে সন্দেশখালিতে ঢুকতে পারবেন শুভেন্দু অধিকারী।
আদালত জানিয়েছে, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। তাঁদের সঙ্গে বিজেপির কোনও সমর্থক বা কর্মী যেতে পারবেন না। তা নিশ্চিত করতে হবে। এলাকায় যেন শান্তি ভঙ্গ না হয়, সেটা দেখবে রাজ্য পুলিশ।
মঙ্গলবার সকালে সন্দেশখালির পথে রওনা হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও কলকাতাতেই তিনি আশঙ্কা প্রকাশ করেন, রাস্তায় তাঁকে আটকানো হতে পারে। তাঁর আশঙ্কা সত্যি প্রমাণিত হয়। ধামাখালিতেই আটকে দেওয়া হয় বিজেপি প্রতিনিধি দলকে। পুলিশকে আদালতের কাগজও দেখান শুভেন্দু। তারপরেই অবস্থানে বসে পড়েন ধামাখালিতে।
শুভেন্দুর এই অবস্থানের মধ্যেই কলকাতা হাই কোর্ট থেকে তাঁকে সন্দেশখালি যাওয়ার অনুমতির খবর আসে। এর আগে, মঙ্গলবার সকাল থেকেই সন্দেশখালিতে নতুন করে ১২ এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সেই আইনেই প্রথমে ধামাখালিতে আটকানো হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে।