এ ভাবে খেলা যাবে না !
মাঠে এখনও আলু পড়ে রয়েছে । তার মধ্যেই ফের হাওয়া বদল। আলিপুর জানিয়ে দিল, আগামী পাঁচ দিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা সংলগ্ন পাঁচ জেলায় হতে পারে শিলাবৃষ্টি। আর তাতেই ঘুম নেই আলু চাষিদের। কারণ, এবার আলু রফতানি বন্ধ। ফলে, অনেক মাঠেই আলু এখনও পড়ে রয়েছে। যদি এরমধ্যে শিলাবৃষ্টি হয়, তাহলে কী হবে।
শিলাবৃষ্টি হয় কেন, হয়েছে তো ? কোথায় ? এই ফাগুনে শিলাবৃষ্টির খবর মিলেছে পশ্চিম মেদিনীপুর থেকে। মঙ্গলবারে হঠাৎ ঝড়ে লন্ডভণ্ড সুন্দরবনের একটি অঞ্চল। ঝড়ে উড়ে গিয়েছে অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়া এবং বঙ্গোপসাগরে জলীয় বাষ্প সঞ্চারের কারণে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে যখন হাওয়া ঘুরছে, তখন দার্জিলিঙ গেলেই বরফ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।