সন্দেশখালির প্রতিবাদ জানাতে গিয়ে উত্তর ২৪ পরগনার টাকিতে অসুস্থ হয়ে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ পুলিশের সঙ্গে বিতন্ডার সময় অসুস্থ হন বালুরঘাটের সাংসদ। তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভ দেখানোর সময়ই অসুস্থ হন সুকান্ত।
সন্দেশখালি যাওয়ার বিষয়ে অনড় সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, সরস্বতী প্রতিমা নিয়েই তিনি সন্দেশখালি রওনা দেবেন। এবং যেখানে তাঁকে আটকে দেওয়া হবে সেখানেই পুজো করবেন।
মঙ্গলবার BJP-র বসিরহাট SP অফিস অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয়। একের পর এক ব্যারিকেড ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করারও অভিযোগ করেছে BJP নেতৃত্ব। মঙ্গলবারের পর বুধবারও সন্দেশখালির পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।