বৃহস্পতিবার বিকালে সন্দেশখালি পৌঁছলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে তাঁকে ধামাখালিতে আটকে দেওয়া হয়েছিল। পরে অবশ্য তাঁকে একা সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়া হয়। সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা।
BJP-র নেতার বাড়িতে সুকান্ত
সন্দেশখালি গিয়ে ধৃত BJP নেতা বিকাশ সিংহের পরিবারের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। তারপর সেখান থেকে সন্দেখখালি থানার IC-র সঙ্গেও কথা বলতে যান তিনি। সেখানে থানায় ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এবং এরপর সেখানেই সুকান্তের নেতৃত্বে বিক্ষোভ শুরু করেন
BJP- নেতা ও কর্মীরা।
হাসপাতালে ভর্তি ছিলেন সুকান্ত
সরস্বতীপুজোর দিন সন্দেশখালির পথে রওনা দিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেদিনই ধামাখালির কাছে অসুস্থ হয়ে পড়েন। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ছাড়া পেয়ে বৃহস্পতিবার ফের তিনি সন্দেশখালির উদ্দেশে রওনা দেন।
বৃহস্পতিবার বসিরহাট উপসংশোধনাগারেও গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানে সন্দেশখালিকাণ্ডে ধৃত BJP নেতাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাঁর। যদিও ধৃতদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি তাঁদের।