বালুরঘাটের সভা থেকে BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কুলাঙ্গার বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, ১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় বকেয়া টাকা আটকে রেখেছেন সুকান্ত মজুমদার। যদিও তৃণমূল কংগ্রেস নেত্রীকে পালটা কটাক্ষ করতে ছাড়েননি BJP রাজ্য সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বলে দাবি তাঁর।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন। আপনারা বাংলায় গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার। আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না। দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না।"
এর জবাবে সুকান্ত মজুমদার জানান, উত্তরবঙ্গ থেকে খালি হাতে ফিরতে হবে তৃণমূলকে। হিসেব দিলেই টাকা পাওয়া যাবে বলেও জানিয়েছেন।