হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত ১৪ ফেব্রুয়ারি বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিজেপির দাবি ছিল, পুলিশি হেনস্থায় অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। প্রাথমিক চিকিৎসার পর কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শনিবার সকালে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি।
এদিকে জাতীয় অধিবেশনে যোগ দিতে দিল্লি রওনা হলেন শমীক ভট্টাচার্য ও দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদারের যাওয়ার কথা ছিল এই বৈঠকে।
আরও পড়ুন: বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
গত বুধবার সন্দেশখালি যাওয়ার পথে বাধা পায় বিজেপির প্রতিনিধি দল। নতুন করে ১৪৪ ধারা জারি হওয়ায় টাকির হোটেলে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের গাড়ির বনেটের উপর উঠে বিক্ষোভ দেখান বিজেপি রাজ্য সভাপতি।