সোমবার কেন্দ্রের জোড়া দফতরের দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় দফতরের দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন বাংলার নতুন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপির নানা বৈঠক চলছে। তাই দিল্লিতেই আছেন দিল্লীপ ঘোষ। মঙ্গলবার দায়িত্ব নেওয়ার আগে দিলীপের বাসভবনে যান সুকান্ত। নতুন সফর শুরু করার আগে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপের পা ছুঁয়ে প্রণাম করেন।
দিল্লির মাটিতে দিলীপ-সুকান্তের এই সাক্ষাতে রাজ্য-রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এই জল্পনায় বারবার উঠে আসছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। লোকসভা নির্বাচনে দিলীপের আসন বদল ও তাঁর পরাজয়ের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন তাঁর অনুগামীরা। সুকান্ত কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়েও জল্পনা। যদিও বিজেপির দাবি, বেনামে এই কাজ করছে তৃণমূল।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে বালুরঘাটের প্রার্থী হিসেবে সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেছিলেন দিলীপ ঘোষই। ২০২১ সালে পরবর্তী রাজ্য সভাপতি হিসেবেও সুকান্তের নাম মনোনয়ন করেছিলেন তিনি। ফের নতুন সফর শুরু করার আগে সেই দিলীপ ঘোষের আশীর্বাদ নিয়ে কেন্দ্রীয় দফতরে যান সুকান্ত মজুমদার।