ফের বাড়ল গরমের ছুটি। আরও ১১ দিন বাড়িয়ে আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হল সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানাল স্কুল শিক্ষা দফতর। গত ২ মে থেকে ছুটি পড়ে গিয়েছে স্কুলগুলিতে। আগে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটির সিদ্ধান্ত জানানো হয়েছিল। আরও ১১ দিন বাড়ানো হল তা।
দক্ষিণবঙ্গে গরমে হাঁসফাঁস অবস্থা, বর্ষার নামগন্ধ নেই। রবিবারই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গরমের ছুটি বাড়ানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। ইতিমধ্যে রাজ্যের নানান প্রান্তে প্রখর গরমে অসুস্থতার কথা শোনা গিয়েছে।
এপ্রিলের শেষে প্রচণ্ড গরম পড়ায় গরমের ছুটি ১৫ মে থেকে এগিয়ে এনে শুরু হয় ২ মে। ছুটি দেওয়া হয় টানা ৪৫ দিন। এত লম্বা ছুটির বিরোধিতা করেছিল বেশ কিছু শিক্ষক সংগঠন।