আরও চাপে অনুব্রত মন্ডল। এবার ভোটপরবর্তী হিংসা মামলায় তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আগে এই রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সেই রক্ষাকবচ প্রত্যাহার করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্য একটি মামলায় ইতিমধ্যেই জেলবন্দী তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। ফলে নতুন করে ওই রক্ষাকবচের আর কোনও গুরুত্ব নেই।
আগেই অনুব্রতর রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোট পরবর্তী হিংসা মামলায় ক্ষেত্রে অনুব্রতর রক্ষাকবচের বিরোধিতায় প্রভাবশালীর তত্ত্ব খাড়া করেন সিবিআইয়ের আইনজীবী। গত ৩ নভেম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার মামলার শুনানিতে অনুব্রতর রক্ষাকবচের বিষয়টি খারিজ করে দেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চ।
অন্যদিকে, শুক্রবারই সুকন্যা মণ্ডলের নামে পঞ্চম লটারির হদিশ মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, অনুব্রত-কন্যার নামে ৫০ লক্ষ টাকার এক নতুন লটারির হদিশ মিলেছে। প্রাথমিকভাবে গরুপাচার মামলার তদন্তে 'কেঁচো খুঁড়তে কেউটে'-এর হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা-হাওয়ালার পর লটারি-কাণ্ডের সন্ধান পায় সিবিআই। এর আগে, অনুব্রত-সুকন্যার নামে ৪টি লটারির হদিশ মিলেছে বলেই খবর।