সৌমেন্দু অধিকারীর পর এবার খোদ শুভেন্দু অধিকারী। এক জনসভায় ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুকে নোটিশ দিয়েছে তমলুক থানা। নোটিশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই জানাতে হবে জেরার স্থান ও সময়।
২০২১ সালের ১৯ জুলাই তমলুকের এক জনসভায় বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে। এই ঘটনায় মামলা দায়ের করে তমলুক থানা। পাল্টা হাইকোর্টে যান শুভেন্দু। পুলিশের দাবি, এর আগেও নানাভাবে জেরা এড়িয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। জুলাই মাসের ১ তারিখের মধ্যে জেরার স্থান ও সময় জানাবেন বলেও জানাননি শুভেন্দুর আইনজীবী, অভিযোগ তমলুক থানার। বিজেপি নেতার আইনজীবী এই নোটিশ পাওয়ার কথা স্বীকার করলেও এখনও জেরার স্থান-সময় জানানো হয়নি বলেই খবর।
আরও পড়ুন- Tapas Chatterjee: তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ব্রাত্য দলেরই বিধায়ক! ক্ষুব্ধ তাপস চট্টোপাধ্যায়
উল্লেখ্য, শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দুকে নোটিশ পাঠিয়ে দফায় দফায় জেরা করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তবে, শুভেন্দুর পাশাপাশি, বৃহস্পতিবার ফের সৌমেন্দুকেও চিঠি পাঠানো হয়েছে বলেই খবর।