Suvendu Adhikari : চোর স্লোগান, পায়ের চটি হাতে নিয়ে তেড়ে গেলেন শুভেন্দু, ভিডিও পোস্ট কুণালের

Updated : Jul 20, 2024 11:41
|
Editorji News Desk

লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির । বিধানসভা উপনির্বাচনেও উঠে দাঁড়াতে পারেনি গেরুয়া শিবির । বারবার প্রকাশ্যে আসছে বিজেপির অন্তর্দন্দ্ব । এরই মধ্যে দলের অস্বস্তি আরও বাড়ালেন শুভেন্দু অধিকারী । চোর স্লোগান শুনে ফের মেজাজ হারালেন বিরোধী দলনেতা । এমনকী, চটি খুলে মারতে যেতেও দেখা যায় তাঁকে । কুণাল ঘোষ সেই ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন । যদিও, ভিডিও-র সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা । 

তবে, এই প্রথম নয়, সাম্প্রতিক অতীতেও বারবার মেজাজ হারাতে দেখা গিয়েছে শুভেন্দুকে । এইতো লোকসভা নির্বাচনের কথাই ধরা যাক । বাঁকুড়ায় প্রচার সেরে ফেরার পথে শুভেন্দু অধিকারীকে ঘিরে 'চোর চোর' স্লোগান দেওয়া অভিযোগ উঠেছিল । সেইসময় দেখা গিয়েছিল মেজাজ হারিয়ে মাঝরাস্তায় গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যাচ্ছেন শুভেন্দু । একেবারে রণচণ্ডী মূর্তি যাকে বলে । এমনকী, পুলিশের দিকে আঙুল উঁচিয়ে ধমক দেওয়ারও অভিযোগ উঠেছে । 

দুই মাস পর আবারও সেই একই ঘটনার যেন পুনরাবৃত্তি হল । জানা গিয়েছে, শুক্রবার বিকেলে রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুরে গিয়েছিলেন তিনি । শুভেন্দুর অভিযোগ,  রানাঘাট দক্ষিণের উপনির্বাচনে যে হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি, তিনি তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । যাওয়ার সময় তাঁর পথ আটকায় তৃণমূলের গুন্ডারা । তাদের উদ্দেশ্য ছিল তাঁর ক্ষতি করা। একটি ভিডিও পোস্ট করে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । 

আরও একটি ভিডিও পোস্ট করেন কুণাল ঘোষ । যেখানে দেখা গিয়েছে, শুভেন্দুকে ঘিরে উঠেছে চোর চোর স্লোগান । ঠিক সেই সময় দেখা যাচ্ছে পায়ের চটি খুলে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যাচ্ছেন শুভেন্দু । সঙ্গে বলছেন, "সরা ওদের, সরা সরা।" এরপর গাড়িতে উঠেও হুঙ্কার দিতে দেখা যায় শুভেন্দুকে । যা নিয়ে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । পরে পুলিশি ঘেরাটোপে সেখান থেকে বেরিয়ে যান বিজেপি নেতা । কুণাল সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, 'মানে কী? এ তো সব্বোনাশ!'

শুভেন্দু এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি পালিয়ে যাওয়ার লোক নন । গাংনাপুর থানার ওসি দাঁড়িয়ে থেকে বিষয়টিকে প্রশ্রয় দিয়েছেন। তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন শুভেন্দু । কুণাল ঘোষ এই বিষয়ে বলছেন, দায়িত্বশীল যে কোনও নেতার উচিত এই সময়ে মাথা ঠান্ডা রাখা । কিন্তু সেটা না করে হতাশা দেখিয়ে ফেলেছেন বিজেপি নেতা । 

Suvendu Adhikari

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী