আজ বাইশে শ্রাবণ, কবিগুরুর ৮৩ তম প্রয়াণ দিবস। ১৯৪১ সালে দিনটা ছিল ৭ অগস্ট। অমৃতলোকে যাত্রা করলেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)।
শান্তিনিকেতনে অসুস্থ হয়ে পড়েন কবি। চিকিৎসকদের পরামর্শে তাঁকে কলকাতায় আনা হয়। ৩০ জুলাই ১৯৪১, জোড়াসাঁকোর বাড়িতে কবির শরীরে অস্ত্রোপাচার হলেও তা সফল হয়নি। ১৩৪৮ বঙ্গাব্দের দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। দিনটা ছিল রাখি পুর্ণিমা।
কবির প্রিয় ঋতু ছিল বর্ষা, সেই বর্ষাতেই গোটা দেশবাসীকে নিঃস্ব ঋক্ত করে চলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। কবি লিখেছিলেন 'মরণেরে তুঁহু মম শ্যাম সমান', গোটা জাতির কাছেই দিনটি হয়ে থাকল শ্যাম সমান।