উত্তর ২৪ পরগনার সরবেড়িয়ার ঘটনায় দুটি আলাদ রিপোর্ট তৈরি করল কেন্দ্রীয় এজেন্সি ইডি। সূত্রের খবর আজ, শনিবারই দিল্লিতে এই রিপোর্ট জমা পড়তে চলেছে। ইতিমধ্যেই শুক্রবারের ঘটনা নিয়ে দিল্লির কর্তাদের বিস্তারিত জানানো হয়েছে। ইডি সূত্রে খবর, দুটি আলাদা রিপোর্টেই বিস্তারিত তথ্য তুলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবারের ঘটনার পর এখনও থমথমে উত্তর ২৪ পরগনার সরবেড়িয়া।
মূলত রেশন দুর্নীতির তদন্তে নেমেই শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। কিন্তু নজিরবিহীন ভাবে তাঁদের উপর হামলার ঘটনায় বিস্মিত রাজ্যের রাজনৈতিক মহল। প্রায় সব মহল থেকেই এই হামলার নিন্দা করা হয়েছে।
এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কড়া সমালোচনা করে তিনি জানিয়েছেন, আইন-শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের। শাহজাহানকে রাত বারোটার মধ্যে ইডিতে হাজিরা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও।