একটা বিতর্কিত মন্তব্য ঘিরে গত দুদিন গ্রামীণ হাওড়ার বিস্তৃর্ণ অঞ্চলে যা ঘটল, তাতে আর চুপ করে বসে থাকতে পারছে না নবান্ন। ইতিমধ্যেই এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারমধ্য়ে রাজ্যে স্বরাষ্ট্র দফতরের সিদ্ধান্ত হাওড়া সামলানোর দায়িত্ব দেওয়া ১০ আইপিএস অফিসারকে। যার নেতৃত্বে থাকবেন এডিজি নীরজ কুমার সিং।
গত বৃহস্পতি ও শুক্রবার টানা বিক্ষোভের জেরে গ্রামীণ হাওড়ার পাঁচলা, সলপ, ডোমজুড়-সহ একাধিক জায়গা অবরুদ্ধ ছিল। অভিযোগ ডোমজুড় থানাতেও আক্রমণ করেন বিক্ষোভকারীরা। এই ঘটনার প্রেক্ষিতেই এই বিশেষ দল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। নীরজ কুমার সিংয়ের নেতৃত্বে এই দলে আছেন, ডিআইজি সিআইডি মীরাজ খালিদ, ডিআইজি আইবি সুমনজিৎ রায়, আইপিএস অঞ্জলি সিং, এসপি সিআইএফ হোসেন মেহেদি রহমান ও আইপিএস অজিত সিং যাদব।
ঠিক একইভাবে গ্রামীণ হাওড়া এলাকার নিরাপত্তা খতিয়ে দেখবেন এডিজি ইবি অজয় কুমার। সঙ্গে রাখা সঙ্গে ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায়, ডিআইডি ফারহাত আব্বাস এবং দুই আইপিএস চন্দ্রশেখর বর্মণ ও অনামিত্র দাসকে। হাওড়ার বিক্ষোভ থামাতে ইতিমধ্য়েই সোমবার পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। ১৫ জুন পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা।