Independence day 2022: ১৫ অগাস্ট নয়, ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করলেন নদিয়ার এই গ্রামের বাসিন্দারা

Updated : Aug 25, 2022 14:14
|
Editorji News Desk

দেশ স্বাধীন (Independence day 2022) হয়েছিল ১৫ অগাস্ট। তবে, সেই স্বাধীনতার আলো এই বাংলার কয়েকটি স্থানে এসে পৌঁছেছিল তারও ৩ দিন বাদে ১৮ অগাস্ট। নদিয়ার (Nadia)  কৃষ্ণগঞ্জের শিবনিবাস তেমনই একটি জায়গা। প্রতি বছর ১৮ অগাস্টে (18th August Independence day) মহাসমারোহে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতভুক্তি স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় নদীয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জের শিবনিবাসে।

কিন্তু, কেন এই তিনদিনের বিলম্ব? এর জন্য দায়ী করা হয়, র্যাডক্লিফের (Radcliff map) তৈরি করে দেওয়া ম্য়াপকে। সেই ম্যাপের কারণেই এই তৎকালীন নদিয়া জেলার রানাঘাট, করিমপুরের সঙ্গে এই গ্রামটিও পড়ে গিয়েছিল পাকিস্তানের মধ্যে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট তোলা হয়েছিল পাকিস্তানের পতাকা। 

ব্রিটিশ সরকারের এই ভুল সিদ্ধান্তের বিরোধিতা করে তীব্র অসন্তোষপ্রকাশ করেন নদিয়া জেলার (Independence day at Nadia village) অধিকাংশ এলাকার বাসিন্দারা। পরে জেলার অভ্যন্তরে স্বতঃস্ফূর্ত জনরোষের বহিঃপ্রকাশের কারণে নিজেদের ভুল বুঝতে পেরে ১৯৪৭ সালের ১৭ অগাস্ট বিকেলে একটি সংশোধনীর মাধ্যমে চুয়াডাঙা, কুষ্টিয়া, মেহেরপুরকে অন্তর্ভুক্ত করা হয় পূর্ব পাকিস্তানের মধ্যে।পাশাপাশি কৃষ্ণনগর, শিবনিবাস শান্তিপুর ও রানাঘাট সহ বিস্তীর্ণ অঞ্চলকে সংযুক্ত করা হয় ভারতবর্ষের মধ্যে।

আরও পড়ুন: ১৮ অগাস্ট স্বাধীন হয়েছিল বালুরঘাট, জাতীয় পতাকা তুলে শ্রদ্ধাজ্ঞাপন সাইকেল কমিউনিটির

ঐতিহাসিক এই সিদ্ধান্ত গ্রহণ করার পরের দিন অর্থাৎ ১৮ অগাস্ট কৃষ্ণনগর লাইব্রেরী ময়দানে পাকিস্তানের পতাকা নামিয়ে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় ভারতবর্ষের জাতীয় পতাকা। প্রতি বছর বিশেষ এই দিনটিতে তাই ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে না উল্লেখ করে 'ভারতভুক্তি দিবস' হিসেবে পালন করা হয় নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকা শিবনিবাস সহ জেলার বিভিন্ন এলাকায়। 

সেই উপলক্ষেই বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্নপ্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানসহ চূর্ণী নদীতে নৌকা দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে মহা সমারোহে 'ভারতভুক্তি দিবস' পালিত হল কৃষ্ণগঞ্জের  শিবনিবাস এলাকায়।

Independence Day 2022Nadia

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?