তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় (Bhadu Sheikh Murder Case) গ্রেফতার করা হল আরও তিনজনকে । ধৃতদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ । মালদা, ঝাড়গ্রাম ও রামপুরহাট থেকে তাদের গ্রেফতার করেছে বীরভূম পুলিশ (Birbhum Police) ।
জানা গিয়েছে, ভাদু শেখের খুন হওয়ার পর থেকেই ধৃত তিন ব্যক্তিই পলাতক ছিল । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল বীরভূম পুলিশ । অবশেষে, মঙ্গলবার রাতে রামপুরহাট(Rampurhat), মালদা (Malda) এবং ঝাড়খণ্ডের (Jharkhand) সীমান্তবর্তী অঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয় । বুধবার তাদের রামপুরহাট মহ্কুমা আদালতে তোলা হবে । উল্লেখ্য, এর আগে হানিফ শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল ।
আরও পড়ুন, Fuel Price hike: মধ্যবিত্তের মাথায় হাত! ৯ দিনে ৮ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
এদিকে, হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বুধবার সকাল থেকেই বগটুই গ্রামের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই (CBI) আধিকারিকরা । এদিন, সকালে পরপর পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় । গ্রামবাসীদেরও জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা । গত, কয়েকদিন ধরে লাগাতার সন্দেহভাজনদের জেরা করছেন । তবে ঘটনার ১০ দিন পরেও বড় কোনও সূত্রের খোঁজ পায়নি সিবিআই ।
২১ মার্চ রামপুরহাটের (Rampurhat Violence) বগটুই মোড়ে বোমা হামলায় মৃত্যু হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখের । সেদিন, রাতেই বগটুইয়ে একের পর এক ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় । পুড়ে মারা যান ৯ জন । এখনও তার রেশ কাটেনি । ঘটনার প্রতিবাদে শাসকদলের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ করছে বিরোধীরা । ঘটনার তীব্র নিন্দা করে কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের নির্দেশে বগটুই কাণ্ডের তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে । তবে ভাদু শেখের খুনের তদন্তভার এখনও রাজ্য পুলিশের হাতেই রয়েছে ।