টিটাগড় গণধর্ষণের (Titagarh Gang Rape) ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস (TMC) কাউন্সিলরের ভাই জুনেইদ আখতারকে গ্রেফতার করল পুলিশ । দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে । এই ঘটনায় এদিন আরও দু'জনকে গ্রেফতার করে ব্যারাকপুর (Barrackpore) কমিশনারেটের গোয়েন্দারা । সনু আনসারি ও মহম্মদ মহসিন নামে ওই দুই অভিযুক্তকে আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে ।
গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ জনই এখন পুলিশের জালে । আগেই একজনকে গ্রেফতার করেছিল পুলিশ । এদিন,আরও তিন অভিযুক্তকে (Three arrested in Titagarh Rape case) গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে জুনেইদ আখতার হলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (Councilor) আরমান মণ্ডলের ভাই । ঘটনায় প্রথম থেকেই নাম জড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ভাইয়ের । এই পরিস্থিতিতে, শুক্রবারই নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তাঁরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দেন, রং না দেখেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পুলিশের জালে ধরা পড়ল তৃণমূল কাউন্সিলরের ভাই-সহ তিনজন ।
উল্লেখ্য, টিটাগড়ে গণধর্ষণের শিকার হন এক যুবতী । জানা গিয়েছে,বাড়ি সামনে মোবাইল নিয়ে খেলছিলেন ওই যুবতী। অভিযোগ, সেইসময় চার যুবক মুখে কাপড় চাপা দিয়ে জোর করে তুলে নিয়ে যায় তাঁকে।পাশের এক জঙ্গলে নিয়ে গিয়ে ওই যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, ওই ৪ যুবক মদ্যপ ছিল । তাঁদের আরও অভিযোগ, ধর্ষণের পর ফের ওই যুবতীকে বাড়ির সামনে ফেলে দিয়ে চম্পট দেয় ৪ জন। আহত যুবতীকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।