ফের বোমা বিস্ফোরণ রাজ্যে। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে (Titagrah) বোমার আঘাতে আহত এক কিশোর। ঘটনাটি ঘটেছে টিটাগড়ের উড়োন পাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, টিটাগড় পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। বোমার (Bomb Blast) ওপর পা পড়ে যাওয়াতেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় মাঠে খেলা করতে গিয়েছিল এক কিশোর। তার নাম মহম্মদ আফরোজ। হঠাৎ বিস্ফোরণের শব্দে চমকে ওঠে এলাকার বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করা হয়। হাতে ও পায়ে আঘাত আছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। প্রথমে তাকে ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: চাকরি না করেই ভুয়ো প্রার্থী তালিকায় নাম! অভিযোগ জানিয়ে SSC-দফতরে জমা পড়ল একাধিক চিঠি
জনবহুল এলাকায় কীভাবে বোমা এল, তার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। ওই এলাকার বহু মানুষ এই এলাকা দিয়ে যাতায়াত করেন। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।