তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ টিটাগড়ে। ওই সংঘর্ষে টিটাগড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। রবিবার দুপুরে এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। জানা গিয়েছে, ওই ব্যক্তি তৃণমূল কর্মী। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ।
ঘটনার সূত্রপাত রবিবার সকালে। অভিযোগ, টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পুরপিতা বিকাশ সিংয়ের অনুগামী রৌনক পান্ডেকে মারধর করা হয়। অভিযুক্ত ১৫ নম্বর ওয়ার্ডের সনু সাউয়ের অনুগামী। খবর পেয়ে সেখানে যান বিকাশ সিংয়ের আরও এক অনুগামী আকাশ প্রসাদ। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ওই তৃণমূল কর্মীর মৃত্যুর পর থানায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পুলিশ কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেলেও বচসা হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ পর দেহ উদ্ধার করে সাগরদত্ত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এখনও এলাকা থমথমে।