২১ জুলাই-এর সমাবেশের পরে দলের জরুরি বৈঠক (TMC Meeting) ডাকলেন তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাটে নিজের বাড়িতে বৈঠক ডেকেছেন তিনি।
কোভিড অতিমারির কারণে দু’বছর একুশে জুলাই উপলক্ষে ভার্চুয়াল সমাবেশ হয়েছে। এবার ফের পূর্ণাঙ্গভাবে সমাবেশ হচ্ছে ধর্মতলায়। আজ সমাবেশের শেষে বিকেল ৪টে নাগাদ দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন নেত্রী। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশনে। সূত্রের খবর, সেই অধিবেশনে দলের রণনীতি ঠিক করা ছাড়াও উপরাষ্ট্রপতি নির্বাচনে দল কী অবস্থান নেবে, তা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। মূলত দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের ডাকা হয়েছে ওই বৈঠকে।
Dev-Mamata: কার্ডবোর্ডের গ্যাস সিলিন্ডার, মুড়ির বস্তা হাতে কেন্দ্রকে তোপ মমতার, সঙ্গী দেব
তৃণমূল সূত্রে খবর, আসন্ন বাদল অধিবেশনে অগ্নিপথ প্রকল্প, জ্বালানি তেল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি, অশোক স্তম্ভ ইত্যাদি ইশ্যুতে কেন্দ্রকে চাপে ফেলার রণকৌশল স্থির হবে ওই বৈঠকে। এ সমস্ত বিষয়ে দলের পরিকল্পনা ঠিক করে দেওয়ার কাজটি করবেন তৃণমূলনেত্রী মমতা। কোন বিষয়ে কী ভাবে কেন্দ্রকে আক্রমণ করা হবে, সেটা ঠিক করে দিতে ওই বৈঠক ডেকেছেন দলনেত্রী।
১৮ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। একই দিনে রাষ্ট্রপতি নির্বাচনও। তাই ওই দিন সংসদে অধিবেশন বসবে না। তৃণমূল সূত্রে খবর, দলের সাংসদেরা বাদল অধিবেশনে যোগ দেবেন ২২ জুলাই অর্থাৎ শুক্রবার থেকে। যেহেতু ২১ জুলাই ধর্মতলায় দলের সমাবেশ রয়েছে। রাজ্য জুড়ে সেই সমাবেশের প্রস্তুতি সভা চলছে এখন। জনসংযোগ কর্মসূচির আওতায় সেই সব সভাগুলিতে যেতে হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতা সহ বিধায়ক ও সাংসদদের।