রাজ্যের চারটি পুরসভা নির্বাচনের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল (TMC)। এই চার পুরসভার মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধাননগর এবং শিলিগুড়ি পুরসভা। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) উপস্থিতিতে দীর্ঘ বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। এরপর ঘোষণা করা হয় প্রার্থী তালিকা।
শিলিগুড়িতে প্রার্থী হয়েছে গৌতম দেব। হেভিওয়েট এই নেতার নেতৃত্বেই লড়বে তৃণমূল। ২০১৫ সালে শিলিগুড়ি পুরসভা দখল করেছিল বামফ্রন্ট (Left Front)।২০২১ বিধানসভা নির্বাচনেও জয় পেয়েছিল বিজেপি (BJP)। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরসভা দখলে এবার গৌতমকে সামনে রেখেই লড়বে শাসকদল।
বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত ( Sabyasachi Dutta) বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ে হেরে গিয়েছেন। তারপর ফের তৃণমূলে ফিরেছেন তিনি। তাঁকে টিকিট দিয়েছে দল। টিকিট পেয়েছেন বিধাননগরের ওজনদার নেত্রী কৃষ্ণা চক্রবর্তীও।
আগামী ২২ জানুয়ারি রাজ্যের বকেয়া চার পুরসভায় নির্বাচন (WB Municipal Election)। চন্দননগর (Chandannagar), বিধাননগর (Bidhannagar), শিলিগুড়ি (Siliguri) এবং আসানসোল (Asansol) পুরসভায় ভোট আপাতত। ওই চার কেন্দ্রের ভোটগণনা ২৫ জানুয়ারি (Vote Counting)।