নির্বাচন প্রক্রিয়া (Municipal Election) চলাকালীন বুথের বাইরে বোমা বিস্ফোরণ! এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গীপুরে। তৃণমূলের (TMC) দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধী কংগ্রেস (Congress), ওয়েলফেয়ার পার্টি।
মুর্শিদাবাদে জঙ্গীপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১৩৯, ১৪২ নম্বর বুথের ঘটনা। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব সহ স্থানীয় মানুষজনের অভিযোগ- তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এই ঘটনায় জড়িত। এলাকায় বোমাবাজি করে ভোটারদের আতঙ্কিত করার করছে তৃণমূল বলে অভিযোগ। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আরও পড়ুন: