রাজভনবন থেকে বেড়িয়েই শুভেন্দু প্রসঙ্গে সোচ্চার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিজেপিকে 'ওয়াশিং মেশিন' বলেও কটাক্ষ করেন তিনি। কুণাল আরও বলেন, ”রাজ্যপালের সঙ্গে আমাদের দীর্ঘ কথাবার্তা হয়েছে। আমরা তাঁকে নিজেদের সব কথা জানিয়েছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, একই মামলায় তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে, অথচ বিজেপিতে থাকলেই ছাড় পাওয়া যাচ্ছে।" রাজ্যপাল সব কথা শুনেছেন এবং মতামত দিয়েছেন বলেও জানান তিনি। পাশাপাশি, এ বিষয়ে আলোচনা জারি রাখার কথাও জানিয়েছেন এই তৃণমূল নেতা।
মঙ্গলবার ব্রাত্য বসুর (Bratya Basu) নেতৃত্বে রাজভবনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। সেই তালিকায় শশী পাঁজা, তাপস রায় ছাড়াও ছিলেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, অর্জুন সিং সহ অনেকেই। প্রায় আড়াই ঘণ্টা ধরে এদিন রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন তাঁরা।
প্রসঙ্গত, সারদা কাণ্ডে ধৃত সুদীপ্ত সেন দাবি করেন, তাঁকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। ৫০ লাখ টাকার ড্রাফট দেখিয়ে 'লাখ লাখ কোটি কোটি' টাকা নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। আর এর পরেই শুভেন্দুর গ্রেফতারি প্রসঙ্গে আবার সোচ্চার হয় শাসক তৃণমূল।