শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) সতর্কবার্তার পরেও নির্দল প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার(Nomination withdraw) করেননি। রবিবার সকালে সাংবাদিক বৈঠক ডেকে ৬১ জন নির্দল প্রার্থীকে বহিষ্কার(Expel) করল তৃণমূল কংগ্রেস(TMC)। রবিবার তৃণমূল কংগ্রেসের(TMC) উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি পার্থ ভৌমিক(Partha Bhowmik) সাংবাদিক বৈঠক থেকে ওই ৬১ নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কারের(Expel) কথা জানান।
প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই পুরভোট নিয়ে আভ্যন্তরীণ সমস্যায় দীর্ণ শাসকদল তৃণমূল(TMC)। একাধিক জেলায় দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় স্থানীয় নেতারা নির্দল প্রার্থী(Independent Candidate) হিসেবে ভোটে লড়ছেন।
তৃণমূল সূত্রে খবর, গোটা উত্তর ২৪ পরগণা জেলা জুড়ে শাসক দলের(TMC) বিধায়ক(MLA), সাংসদ(MP), এমনকি বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সমর্থনেই নির্দলরা দলের হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে রয়েছেন। দল থেকে বহিষ্কারের(Expel) পর নির্দল প্রার্থীরা ঠিক পদক্ষেপ নেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।