সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে খুন এক তৃণমূল নেতা। মৃতের নাম মঙ্গল প্রামাণিক। তিনি তৃণমূলের আঁধারমাণিক এলাকার ২২ নম্বর বুথ কোষাধ্যক্ষ ছিলেন। পরিবারের অভিযোগ, বিজেপির আক্রমণে মৃত্যু হয়েছে ওই তৃণমূল নেতার।
জানা গেছে, সোমবার ভোরে সোনারপুর দক্ষিণ বিধানসভার গোবিন্দপুরে মাছের আড়তে যাচ্ছিলেন মঙ্গল প্রামাণিক। অভিযোগ, সোনারপুরের লাঙলবেড়িয়া এলাকায় তাঁকে বাঁশ দিয়ে মারধর করা হয়। দেবাশিস প্রামাণিক নামে স্থানীয় এক বিজেপি কর্মী তাঁকে মারধর করে বলে অভিযোগ। এরপর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মঙ্গলকে। কিন্তু চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে মঙ্গলের।
বিজেপি কর্মী দেবাশিস ও তৃণমূল নেতা মঙ্গলের পারিবারিক সম্পর্কও রয়েছে। মঙ্গলের মামাতো ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে হয় দেবাশিসের। পরিবারের অভিযোগ, দেবাশিসের দাম্পত্য সম্পর্ক মোটেও মধুর নয়। দেবাশিস স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ। মঙ্গল তার প্রতিবাদ করতেন। ফলে স্বাভাবিকভাবেই দেবাশিস এবং মঙ্গলের মধ্যে অশান্তি লেগেই থাকত। দাম্পত্য অশান্তি নিয়ে রবিবার দু’জনের মধ্যে ঝগড়াঝাটি হয়। মঙ্গল দেবাশিসকে চড়ও মারেন। অভিযোগ, তারই প্রতিশোধ নিতে সোমবার সকালে দেবাশিস বাঁশ দিয়ে মঙ্গলকে বেধড়ক মারধর করে। আর তার জেরে মৃত্যু হয় মঙ্গলের।