নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সোমবার রাতভর জেরার পরে মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের জমা দেওয়া কাগজপত্রে একাধিক গরমিল ধরা পড়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের ভুয়ো তালিকা দেওয়ার অভিযোগ করে ইডি। মানিক ভট্টাচার্যকে জেরা করতে আরও অসঙ্গতি ধরা পড়েই বলেই অভিযোগ।
সোমবার দুপুরে ইডি দফতরে যান মানিক ভট্টাচার্য। তাঁর সামনেই সমস্ত নথি যাচাই করেন গোয়েন্দারা। সেখানে ধরা পড়ে একাধিক অসঙ্গতি। এরপর মানিককে জিজ্ঞাসাবাদ করতে সেই অসঙ্গতি আরও বাড়ে। রাতভর ম্যারাথন জেরার পরেই তাঁকে গ্রেফতার করে ইডি।
এসএসসি গ্রুপ-সি নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেফতার হন পার্থ-কল্যাণময়। এসপি সিনহা ও সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। তবে পার্থ চট্টোপাধ্যায় ও এসপি সিনহা আবার দুটি মামলাতেই অন্যতম অভিযুক্ত। গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব অশোক সাহাও।