দুর্নীতি নিয়ে দলের নেতাদেরই একহাত নিয়েছেন তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এদিকে রাজ্যের অন্য প্রান্ত থেকে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তৃণমূলের আরও এক তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকেও সরাসরি আক্রমণ করলেন সোহম। বিজেপি নেতার বিরুদ্ধে অভিনেতার অভিযোগ, ২ টাকার গুণ্ডা দিলীপ ঘোষ।
রবিবার দুর্গাপুরের কাঁকসায় একটি অনুষ্ঠানে যোগ দেন সোহম। সেখানে তিনি বলেন, "গণতন্ত্র আছে বলেই মিটিং-মিছিল করতে পারছ। কোনও দিন যদি আমাদের ধৈর্যের বাঁধ ভাঙে, একদিন লাগবে....কোনও বিজেপি বাংলায় থাকবে না। কোনও সন্ত্রাসবাদীও বাংলায় থাকবে না।" এদিন সোহম বলেন, "আমি নাম করে বলছি, দিলীপ ঘোষ ২ টাকার গুণ্ডা। সে নিজেকে বলছে, আমার হাতে তরোয়াল থাকলে সবাই ভয় পায়। আমি বলব, আপনি ভয় পেয়েছেন বলেই হাতে তরোয়াল নিয়েছেন। আমাদের হাতে তরোয়াল প্রয়োজন আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। উন্নয়ন আছে।
রবিবার তৃণমূল বিধায়ক সোহম বলেন, "কী কথা, কী শিক্ষা। মানুষের ব্যবহারই তো শিক্ষা। তার মতো কুরুচিপূর্ণ কথা, তাঁর মতো অশিক্ষিত মানুষ দেখা দুর্লভ। গোটা দলটাই অশিক্ষিত হয়ে গিয়েছে।"