নদিয়ায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ । মৃতের নাম জাহিদুল শেখ । অভিযোগ, বুধবার রাতে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ । নদিয়ার নাকাশিপাড়া থানার ঘুনি এলাকায় ঘটনাটি ঘটে । জানা গিয়েছে, মৃতার স্ত্রী সাগিরা বিবি তৃণমূলের নাকাশিপাড়ার হরনগর পঞ্চায়েত সদস্যা । এদিন, তাঁর উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে ।
জানা গিয়েছে, বুধবার রাতে ইদের বাজার সেরে সপরিবারে গাড়ি করে বেথুয়াডহরি থেকে বাড়ি ফিরছিলেন । সেইসময়, বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি আটকে কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁদের উপর হামলা চালায় । গুরুতর জখম হন জাহিদুল শেখ । তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন তাঁর স্ত্রী-সহ গাড়িচালক । তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জাহিদুল শেখকে মৃত বলে ঘোষণা করেন ।
অন্যদিকে, শক্তিনগর জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে মৃতের স্ত্রী ও গাড়ি চালককে । সেখানেই তাঁদের চিকিৎসা চলছে । ঘটনার পরই মৃতের পরিবারের লোকজন হাসপাতালে ও নাকাশিপাড়া থানায় বিক্ষোভ দেখান । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ ।