দিনেদুপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। ঘটনার জেরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। পুরনো আক্রোশের জেরেই তৃণমূল কর্মী (TMC) দুলাল শেখ খুন(TMC Worker Murdered) হয়েছেন বলেই অনুমান পুলিশের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কেতুগ্রামের(Ketugram Murder News) আমগরিয়া বাজারে যান দুলাল। বাজার করার পর এক চা দোকানে বসে গল্প করছিলেন তিনি। অভিযোগ, সেই সময় খুব কাছ থেকে দুষ্কৃতীরা তাঁর মাথায় গুলি করে। ঘটনার পরেই আততায়ীরা এলাকা ছেড়ে পালায়। এদিকে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দুলাল শেখের(TMC Worker Murdered)। দুলাল শেখ বালির ব্যবসা করতেন। পাশাপাশি, এলাকার সক্রিয় তৃণমূল কর্মী(TMC Worker Murdered) হিসাবে পরিচিত তিনি। যদিও তাঁর দাদার দাবি, তৃণমূলের লোকেরাই(TMC Group Clash) দুলাল শেখকে মেরেছে। পুরনো ঝগড়ার জেরে একবার নাকি দুলালকে মেরে ফেলার হুমকিও দেন তৃণমূল কর্মীরা(TMC Worker Murdered)। যদিও ব্যবসায়িক শত্রুতা নাকি দলের গোষ্ঠীদ্বন্দ্ব, তা নিয়ে এখনও ধন্ধে পুলিশ।
আরও পড়ুন- Pradhan Mantri Garib Kalyan Ann Yojana: ইউপিএ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে মোদীর নামে
যদিও এই ঘটনার জেরে চড়েছে রাজনৈতিক পারদ। তৃণমূল একে পারিবারিক বিবাদ বলে উড়িয়ে দিয়েছে। এলাকার তৃণমূল নেতা মিঠুন মিঞা জানান, উনি তৃণমূল কর্মী(TMC Worker Murdered) হতেই পারেন, তবে এই খুনের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, বিজেপির দাবি, তারা খুনের রাজনীতি করে না। পাশাপাশি অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানান স্থানীয় বিজেপি(BJP blames TMC for Group Clash) নেতা গোপাল চট্টোপাধ্যায়।