শিক্ষক বদলির প্রতিবাদ। শিয়ালদহ দক্ষিণ শাখার গৌড়দহ ষ্টেশনে রেল অবরোধে সামিল পড়ুয়ারা। স্থানীয় স্কুলের ৫ শিক্ষককে বদলির জেরে রেল অবরোধে সামিল হয় স্কুল পড়ুয়ারা। যার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল থমকে যায়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, সম্প্রতি ক্যানিংয়ের (Canning) গৌরদহ নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দিরের ৫ শিক্ষকের বদলির নোটিশ আসে। মঙ্গলবার বদলির ওই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা এবং অভিভাবকরা। মঙ্গলবার সকালে স্কুলের পোশাকেই গৌরদহ স্টেশনে বিক্ষোভে শামিল হয় কয়েকশো ছাত্র-ছাত্রী। তাদের দাবি, একসঙ্গে পাঁচজন শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নাহলে রেল অবরোধ চলবে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে স্টেশন চত্বর। গৌরদহ স্টেশন দাঁড়িয়ে যায় আপ ও ডাউন ট্রেন।
আরও পড়ুন- Trains Cancelled Today : পুরুলিয়ায় রেল অবরোধের জের, একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল
বিক্ষোভকারীদের কথায়, “এলাকায় বেশ কয়েকটি স্কুল রয়েছে। প্রত্যেক স্কুল থেকে একজন শিক্ষককে বদলি করা হলে সমস্যা হত না। কিন্তু এক স্কুল থেকে পাঁচজনকে বদলি করা হলে পড়াশোনার ক্ষতি হবে। স্কুলে একাদশ ও দ্বাদশে মাত্র ৩ জন শিক্ষিক রয়েছেন।” তাই বিক্ষোভরত পড়ুয়ারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।