রাজ্য রাজনীতিতেও ঢুকে পড়ল প্রয়াগরাজ-কাণ্ড। এবং এই ঘটনাকে হাতিয়ার করে ফের বিজেপিকে বিধঁল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, বাংলা কোনও ভাবেই উত্তরপ্রদেশ হবে না। তাঁর অভিযোগ, আইন-শৃঙ্খলা নিয়ে বড় বড় কথা বলেন অমিত শাহ। তা-হলে উত্তরপ্রদেশের নিরাপত্তা কোথায় ? এদিন এই প্রশ্নও তুলেছেন ফিরহাদ। ফিরহাদ জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন কী ভাবে প্রয়োজনে কড়া হাতে আইন-শৃঙ্খলা রক্ষা করতে হয়।
রবিবার বীরভূমের সিউড়িতে অমিত শাহের পাল্টা জনসভা করে তৃণমূল কংগ্রেস। সেখানে অনুব্রতর বিরুদ্ধে গরুপাচারের ভুয়ো মামলা দেওয়ার অভিযোগ করেন ফিরহাদ। তাঁর অভিযোগ, এই তদন্তে ফাঁসানো হয়েছে, তাদের বীরভূম জেলা সভাপতিকে। তদন্তের নামে তিহাড় জেলে আটকে রেখে অনুব্রতর উপর মানসিক নিপীড়নের অভিযোগ করেছেন রাজ্যের পুরমন্ত্রী। এমনকী, কেন্দ্রীয় এজেন্সি নিয়েই দলের লাইনে পুরনো সুর শোনা গিয়েছে ফিরহাদের গলাতে।
শুধু ফিরহাদ হাকিম নন, উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে সরব তৃণমূলের দিল্লির নেতারাও। বাংলার শাসক দলের একটাই প্রশ্ন, প্রয়াগরাজের ঘটনা ফের প্রমাণ করল উত্তরপ্রদেশের নিরাপত্তা তলানিতে এসে ঠেকেছে।