ঘুমহীনতা এই সময়ের একটা বড় সময়া। ঘরে ঘরে মানুষের ঘুম নেই। সেখানে দাঁড়িয়ে সেরা ঘুমকাতুরের সম্মান কেড়ে নিলেন এক বঙ্গ তনয়া। ত্রীপর্ণা চক্রবর্তী, শুধু দৈনিক ৯ ঘণ্টা ঘুমিয়েছেন নিয়মিত। আর জিতে নিয়েছেন ৫ লক্ষ টাকা। বাংলায় পুরনো এক প্রবাদ এখনও চালু, 'যে শুয়ে থাকে, তার ভাগ্যও শুয়ে থাকে'। ত্রীপর্ণার ক্ষেত্রে সে প্রবাদ একেবারে খাটল না।
একটি ম্যাট্রেস সংস্থার তরফে এই ঘুমের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সাড়ে পাঁচ লাখ আবেদনপত্র জমা পড়েছিল। সেখান থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয়। তাঁদের ১০০ দিন ৯ ঘণ্টা করে ঘুমোতে বলা হয়েছিল, দিয়ে দেওয়া হয়েছিল স্লিপ ট্র্যাকার।প্রতিযোগিতার অন্তিম পর্বে চারজন প্রতিযোগী ছিলেন, তাঁদের মধ্যে থেকে সেরার সেরা খেতাব জিতলেন ত্রীপর্ণা।
ছোট থেকেই ঘুম ভালবাসতেন তিনি। সেই নিয়ে পরিবার, পড়শিরা কথাও শোনাতেন। পরীক্ষা হলে ঘুমিয়ে পড়া, ঘুমোতে ঘুমোতে বিছানা থেকে পড়ে গিয়ে মশারিতে ঝোলা, একঘুমে কলকাতা থেকে দিল্লি পৌঁছে যাওয়ার মতো আশ্চর্য সব ঘটনা ঘটিয়েছিলেন যখন, ত্রীপর্ণা জানতেন না, এই ঘুমই একদিন তাঁকে এনে দেবে এত নাম-যশ-খ্যাতি।
তবে নির্বিঘ্নে ঘুমোতে রীতিমতো লড়তে হয়েছে তাঁকে। কাজের সময় রাত হওয়ায় ঘুমোতে হত দিনেই, নানা বাধা বিপত্তি ছিলই। তবে ঘুমের জন্য সে সব জয় করেছেন তিনি।