লোকসভার প্রথম দফার নির্বাচন উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। তার আগেই বড়সড় দুর্ঘটনা কোচবিহারের দিনহাটায়। গোবরাছড়া এলাকায় একটি বাস উল্টে আহত হয়েছেন বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। খবর, ভোট দিতে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। বৃহস্পতিবার শ্রমিক বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দমকল পৌঁছয় ঘটনাস্থলে ।আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
Weather Update: দারুণ অগ্নিবাণ, দক্ষিণবঙ্গে জারি থাকবে দহন জ্বালা, তাপমাত্রাও কমার লক্ষণ নেই
এদিকে এদিন সকালে পুরুলিয়াতেও আরও একটি যাত্রীবাহী বেসরকারি বাস দুর্ঘটনার কবলে। ঘটনায় গুরুতর আহত ১২। জামশেদপুর থেকে দেওঘর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। মাঝপথে সামনের চাকা ফেটে যায় । এর ফলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।