বৃহস্পতিবার সকালে সল্টলেকের(Saltlake) নয়াপট্টিতে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় আহত দুই শিশুকে ভর্তি করা হয়েছে বিধাননগর(Bidhan Nagar) মহকুমা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর থানার পুলিশ(Bidhan Nagar Police Station)। পৌঁছে যায় ডগ স্কোয়াডও(Dog Squad)।
জানা যায়, নয়াপট্টির ওই বস্তি এলাকায় বৃহস্পতিবার সকালে বেশকিছু শিশু খেলা করছিল। ডাস্টবিনের সামনে পড়ে থাকা ময়লার মধ্যে রোলের মতো কিছু জিনিস পড়ে ছিল। এক শিশু তা নিয়ে ছু্ঁড়তেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে(Bidhan Nagar Hospital)। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার(First Aid) পর কিছুটা হলেও সুস্থ আছে শিশুরা।
আরও পড়ুন- Jaish-e-Mohammad: পুলিশের সঙ্গে গুলির লড়াইতে জম্মু-কাশ্মীরে নিহত ৬ জৈশ জঙ্গি
আগামী ২২ জানুয়ারি বিধাননগর পুরনিগমের(Bidhan Nagar Corporation) ভোট। তার আগে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।